কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে ৭হাজার টাকা জরিমানা
কামরুল হাসান,কলারোয়া:
কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে পৌর বাজারে আকষ্মিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। মাহে রমজানে পৌর সদরের বাজার মনিটরিংকালে বাজারের চৌস্তা মোড়ের ভাগ্যকুল মিস্টান্ন ভান্ডারে প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী শিব প্রসাদ ঘোষকে ৫ হাজার টাকা ও কলা ব্যবসায়ী মাজেদুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালতকে সহায়তা করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা, বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আ’লীগ নেতা আলিমুর রহমান, পুলিশ কর্মকর্তা এসআই সেলিম, বেঞ্চ সহকারী বেনজির হোসেন সহ সংশ্লিষ্ঠ দপ্তরের সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস পৌর সদরের ফল, শাক সবজি, মাছ, মাংস, মুদি দোকান সহ বিভিন্ন দোকান মনিটরিং করে বলেন, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে, ভোক্তারা যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয়, সেজন্য নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন, রমজান মাসের পরও বাজার মনিটরিং এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us: