রাতের আঁধারে কৃষকের লক্ষাধিক টাকার লাউ খেতের গাছ কেটে ধ্বংস
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভূরুলিয়া ইউনিয়নের হাটছালা গ্রামে পূর্ব শত্রু তার জেরে ধরে রাতের আঁধারে লক্ষাধিক টাকার লাউ গাছ কেটে ক্ষতি করার অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত শ্রীপদ মন্ডলের পুত্র কানাই মন্ডল ও বিপুল মন্ডল। দেবেন মন্ডলের স্ত্রী কৌশুল্লা মন্ডল। এঘটনায় উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্যালয় বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী কৃষক সুধাংশু মন্ডল।
অভিযোগ সূত্রে জানাযায়, পারিবারিক বিভিন্ন বিষায়দী নিয়ে মনোমালিন্য থাকায় অভিযুক্তরা সুধাংশু মন্ডলের পরিবারের সদস্যদের অম্লীল ভাষায় গালি-গালাজ , বিভিন্ন ধরনের হুমকি দেয়। এবং তার ক্ষতি করার নিমিত্তে গত ২১ জানুয়ারি অভিযুক্তরা তাদের সঙ্গীয় লোকজন নিয়ে তাদের বেদম মারপিট করে। যাহার প্রেক্ষিতে শ্যামনগর থানায় গত ২৪ জানুয়ারি একটি মামলা দায়ের করেন, যাহার নম্বর- ২৬। উক্ত মামলা থানা হইতে বিজ্ঞ আদালতে পাঠানোর পরে “বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যলয়, সাতক্ষীরা” হইতে বিবাদীগন আপোষ মিমাংসা করে নেয়।
পরবর্তীতে বিবাদীগন বাড়ীতে এসে পূর্বের ন্যায় আমাকে ও আমার পরিবারের সদস্যদের খুন জখম সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে। গত ইং- ২২ ফেব্রুয়ারি সন্ধ্যার সময় সুধাংশু মন্ডল তার নিজ লাউ খেত এর মাঠ দেখেশুনা করে নিজ বাড়ীতে যায়। পরের দিন ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে সাত টার দিকে সুধাংশু মন্ডল লাউ এর খেতে গিয়ে দেখেন লাউ খেতের অনুমান ১০০-১৫০ পিস লাউ গাছ কেটে এক লক্ষ বিশ হাজার টাকা ক্ষতি করেছে।
অভিযোগে সুধাংশু মন্ডল আরও বলেন, গভীর রাতের মধ্যে যে কোন সময় উক্ত ব্যক্তিরা আমার লাউ গাছ কেটে আমাকে আর্থিক ভাবে ব্যাপক ক্ষতি করেছে। এ বিষয় তিনি শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা দাবি জানান।
Please follow and like us: