জেলায় মোট ২ লাখ ৫৯ হাজার ৪৩০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সিভিল সার্জন অফিস সাতক্ষীরার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, দেবহাটা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল লতিফ।
এতে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: ফরহাদ জামিল। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, জেলা স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ডাঃ পুলক কুমার চক্রবর্তী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত কুমার সরকার, বিশ^ স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ মোঃ আমানাত উল্লাহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।
কর্মশালায় জানানো হয়, আগামী ২০ ফেব্রæয়ারী ২০২৩ থেকে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। সাতক্ষীরার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৬৩৩ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩১ হাজার ৭৯৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সর্বমোট ২লক্ষ ৫৯ হাজার ৪৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
আর এ জন্য জেলার মোট ২ হাজার ১২৬ টি টিকাদান কেন্দ্রে ৪,৪১৪ জন সরকারী ও ৩৮৫১ জন বেসরকারী স্বাস্থ্য কর্মীসহ ৪ হাজার ৬৫৬জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।