সাতক্ষীরায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস!
নিজস্ব প্রতিনিধি:
কয়েকদিনের শৈত্য প্রবাহে বিপর্যস্ত গোটা সাতক্ষীরা। শীতল হাওয়ায় হাড় কাঁপানো কনকনে শীতে বেড়েছে দুর্ভোগ। প্রকৃতিতে বিরাজ করছে জবুতবুঅবস্থা। শ্রমজীবী মানুষ পড়েছে বিপাকে। বরফ শীতল পরিবেশে কাজ করতে পারছেন না শ্রমজীবী মানুষ। আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন সাধারণ মানুষ।
সাতক্ষীরা আবহাওয়া অফিসের অফিসার ইনচার্জ জুলফিকার আলী রিপন জানান, আজ সকাল ৬টায় সাতক্ষীরায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৬ শতাংশ।
Please follow and like us: