কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৩ মাটি ব্যবসায়ীকে ৫৪ হাজার টাকা জরিমানা
কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ায় ভ্রাম্যমাতএ আদাল পৃথক অভিযান চালিয়ে মাটি ব্যবস্থাপনা আইন ভঙ্গের অপরাধে ৩ ব্যক্তিকে ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার বেলা ১১ টার দিকে কলারোয়া টু সোনাবাড়িয়া সড়ক অভিমুখে হোমিওপ্যাথিক কলেজ সংলগ্ন এলকায় অভিযানকালে ফসলি জমি থেকে মাটি উত্তোলন ও বহন করার অপরাধে মুরারীকাটি গ্রামের ট্রাক্টর ব্যবসায়ী রাব্বি হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপর এক অভিযানে অভ্যন্তরীণ সড়ক হুলহুলিয়া এলাকা থেকে মাটি বহনকারী ট্রাক্টর চলাচলে রাস্তার ক্ষতি করার অপরাধে ২৯১ ধারায় হুলহুলিয়া গ্রামের ট্রাক্টর চালক সুমন মোড়ল ও রাশেদ হোসেনকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আদালতকে সহায়তা করেন থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) আবু তাহের। বেঞ্চ সহকারী ছিলেন বেনজির হোসেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, জনস্বার্থে সকল অপরাধমূলক কর্মকান্ড নিরসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গতঃ ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে স্বাগত জানিয়ে সচেতন মহল জানান, উপজেলাব্যাপি অবৈধভাবে ফসলি জমি ও বেত্রবতী নদীর পাড় থেকে মাটি উত্তোলন করে দিনের শুরু থেকে গভীর রাত পর্যন্ত রাস্তা দিয়ে মাটি বহনকারী ট্রাক্টরের বেপরোয়া ভাবে চলাচলে জনসাধারণ অতিষ্ঠ ও একই রাস্তা দিয়ে অনবরত মাটি বহন করায় সে সকল রাস্তা চরম ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।
ফলে কমে যাচ্ছে রাস্তার দীর্ঘস্থায়ীত্ব ও সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি মরণ ফাঁদে পরিনত হচ্ছে। এ থেকে জনসাধারন মুক্তি পেতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
Please follow and like us: