বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে পরিচালনা করে পরোয়ানাভুক্ত ১১ জন আসামীকে গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি :
যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ১১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনব্যাপী এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত আসামীরা হলো, (১) মোঃ বকুল, পিতা-মৃত মহর আলী @সাহেব আলী, সাং-বারোপোতা, (২)মোঃ আব্দুস সোবাহান, পিতা-মৃত রফি মোড়ল, সাং-ভবেরবেড়, (৩)মোঃ উজ্জল, পিতা-আঃ ওহাব মোড়ল, সাং-বোয়ালিয়া কানপাড়া, (৪) আল আমিন মোড়ল, পিতা-ছবেদ আলী মোড়ল, সাং-ভবেরবেড় পশ্চিমপাড়া, ( ৫) মোঃ বাবলুর রহমান, পিতা-নুর ইসলাম, সাং-সাদিপুর, (৬) মোঃ লিটন, পিতা-মৃত গনি মিয়া, সাং-মানকিয়া পশ্চিমপাড়া,
(৭) মোঃ শামীম শেখ, পিতা-মোঃ শের আলী শেখ, সাং-ভবেরবেড়, (৮) মোঃ জুলফিকার আলী জুলু, পিতা-মৃত হামজার আলী, সাং-নামাজগ্রাম পূর্বপাড়া, (৯) মোঃ তোতা মিয়া, পিতা-মৃত ওয়াহেদ আলী সর্দার, মাতা-মোছাঃ আনোয়ারা বেগম, সাং-ভবেরবেড়, এবং চুরি মামলার আসামী (১০) আল আমিন (২৮), পিতা-হাবিবুর রহমান হবি, পালক পিতা-আমিনুর রহমান, (১১) মোঃ ইমরান হোসেন (২৫), পিতা-আইয়ুব আলী @ আয়ুব পাগলা, উভয় সাং-ভবেরবড়ে পশ্চিমপাড়া। গ্রেফতারকৃত সকলের বাড়ি বেনাপোল পোর্ট থানার বিভিন্ন গ্রামে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুইয়া বলেন, গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।