পিএসজিতেই থাকছেন মেসি, চুক্তি নবায়ন
স্পোর্টস ডেস্ক:
ফুটবল বিশ্বকাপ চলাকালেই গুঞ্জন শোনা গিয়েছিল, চুক্তির মেয়াদ শেষেই ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে নাম লেখাতে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে সেই গুঞ্জনে পানি ঢেলে দিলেন বিশ্বজাপজয়ী তারকা। পিএসজিতেই থাকছেন তিনি।
ফ্রান্সের ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা ২০২২-২৩ মৌসুমের শেষ পর্যন্ত। আগামী বছর জুনেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে বিশ্বসেরা এই ফুটবলারের।
এর মধ্যেই বিশ্বকাপ জয় করে দেশে ফিরে পিএসজির সঙ্গে মৌখিকভাবে চুক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন মেসি। ক্লাবে ফিরে আসার পরই নতুন চুক্তিতে সই করবেন তিনি। ফলে ফরাসি ক্লাবটিতেই থাকছেন আর্জেন্টাইন জাদুকর।
ফরাসি পত্রিকা লে পেরিসিয়ান রিপোর্ট প্রকাশ করেছে, মেসি এবং পিএসজির মধ্যে চুক্তির বিষয়টি মৌখিকভাবে একবিন্দুতে পৌছেছে। ডিসেম্বরের শুরু থেকে কার্যকর আলোচনা শুরুর পর অবশেষে পিএসজির প্রস্তাবে মৌখিকভাবে সম্মতি দিয়েছেন মেসি।
মেসি এবং তারা বাবা হোর্হে মেসি, যিনি লিওনেল মেসির এজেন্টও বটে, গত কয়েকমাস চুক্তির বিষয়ে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুইস ক্যাম্পোস এবং চেয়ারম্যান নাসের আল খেলাইফির সঙ্গে চুক্তির বিষয়ে আলাপ-আলোচনা করে আসছিলেন।