জয় উদযাপনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা
স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ ফুটবলে শিরোপা খরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। তৃতীয়বারের মতো শিরোপা নিজেদের করে নিয়েছে লাতিন আমেরিকার দেশটি। এই মহোৎসবে মেতে উঠেছে পুরো আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের আনন্দ উদযাপনে মঙ্গলবার (২০ ডিসেম্বর) জাতীয় ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার।
এক প্রতিবেদনে আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণার খবরটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন। প্রতিবেদনগুলোতে বলা হয়, মঙ্গলবার আর্জেন্টিনার জাতীয় দল রাজধানী বুয়েনস আইরেসের ওবেলিস্কে বিশ্বকাপ জয় উদযাপন করবে।
তারা আরো জানিয়েছে, জয় উপলক্ষে এদিন আর্জেন্টিনায় জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে সব পেশার মানুষ এ আনন্দ উদযাপনে অংশ নিতে পারেন। তার যেন বুয়েনস আইরেসের স্মৃতিস্তম্ভে মিলিত হয়ে একসাথে উদযাপন করতে পারেন।
এদিকে সাধারণ মানুষের সঙ্গে জয় উদযাপন করতে যোগ দেবেন ফুটবলাররাও। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্যরা মঙ্গলবার বুয়েনস আইরেসের ওবেলিস্কের উদ্দেশ্যে রওনা দেবে।
এরই মধ্যে আর্জেন্টিনা দলের খেলোয়াড় ও সদস্যরা দেশে পৌঁছেছেন। এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া তার টুইটার অ্যাকাউন্টে লেখেছেন, আর্জেন্টিনা, আমরা এসে গেছি। এবার শুধু উদযাপনের অপেক্ষা।