শ্যামনগরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রোজ্জ্বলন
অনাথ মন্ডল,শ্যামনগর :
শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ই ডিসেম্বর বুধবার সন্ধ্যায় শ্যামনগর উপজেলা বুদ্ধিজীবী চত্বরে মোমবাতি প্রোজ্জ্বলনের মাধ্যদিয়ে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাখফির কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাখফির কামনা মোমবাতি প্রোজ্জ্বলের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সাতক্ষীরা- ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার দেবীরঞ্জন মন্ডল, ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জি.এম আকবর কবীর, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু,যুগ্ম সম্পাদক প্রভাষক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম সাংবাদিক বৃন্দ সহ সম্মানীয় ব্যক্তি বর্গ।