আশাশুনিতে কৃষকদের মাঝে হাইব্রিড ও উপশী ধানের বীজ বিতরণ
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনিতে ৪৫০০ কৃষককে বোরো হাইব্রিড ও উপশী জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৫ ডিসেম্বর) সকাল ১০ টায় বীজ ধান বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আশাশুনি ২০২২-২৩ অর্থ বছরে রবি/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিডের বীজ এবং বোরো উচ্চ ফলনশীল (উপশী) জাতের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়নে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী।
এসএপিপিও আব্দুল গনির স ালনায় অনুষ্ঠানে বোরো হাইব্রিড এসএল ৮ এইচ ও ইস্পাহানী-৮ জাতের ধানের বীজ প্রতিজনকে ২ কেজি করে ২০০০ কৃষককে প্রদান করা হয়। এছাড়া উপসী জাতের ব্রিধান-৬৭, ব্রিধান-৭৪ ও বিনা ধান-১০ ধানের বীজ প্রতিজন কৃষককে ৫ কেজি করে , ডিএপি ১০ কেজি করে ও এমওপি সার ১০ কেজি করে প্রদান করা হয়। এছাড়া গাছের চারা বিতরণ করা হয়।