পাটকেলঘাটায় ঈদগাহ দখল করে দোকান নির্মানের অভিযোগ
স্টাফ রিপোর্টার :
পাটকেলঘাটার মিঠাবাড়ীতে ঈদগাহ দখল করে দোকান ঘর নির্মানের অভিযোগ উঠেছে মিজানুর রহমান নামে আ”লীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ভুমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে প্রতিকার পায়নি ভুক্তভোগীর।
খোঁজ নিয়ে জানা গেছে নগরঘাটার ঈদগাহ মাঠে মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদের নামাজ আদায় করে থাকে। কিন্তু জোরপূর্বক ভাবে প্রভাব বিস্তার করে ঈদগাহ জমি দখলের পায়তারা করে করছে মিজানুর রহমান নামে এক আ”লীগ নেতা ।
এ ঘটনার স্থানীয় গ্রামবাসী ও মুসল্লিদের মধ্যে চরম ক্ষোপ প্রকাশ করেছে বলে জানা গেছে। এলাকাবাসীর দাবী যদি ঈদগাহ জায়গাটি দখল করে তাহলে আগামীতে ঈদের নামাজ আদায় নিয়ে সংশয় আছেন।
বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনে প্রতি দৃষ্টি জোর দাবী জানান তারা । সরজমিনে গেলে স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মুতালিপ গোলদার, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সহ অনেকে জানান,আমাদের পূর্বপুরুষরা ও আমরা জন্মের পর থেকে এ ঈদগাহ নামাজ ঈদের নামাজ আদায় করে থাকি । কিন্তু মিজান হঠাৎ করে ঈদগাহ জায়গা দখল বালি ভরাট করছে।
তিনি আরো বলেন বর্তমান আর এস এ রেকর্ডের ১/১ ও ২২ নং খতিয়ানে সাবেক দাগ ৩৮৮ বর্তমানে ২৮৫দাগে ৬ শতক জমি ঈদগাহ নামীয় । বাকী অংশ বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসকের হলেও বর্তমান রেকট ঈদগাহ নামে ৬শতক। উপায় না পেয়ে আমরা তালা উপজেলা সহকারী কমিশনার ভুমি (তালা) দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সবশেষে ধর্মপ্রান মুসল্লিদের স্বার্থে ঈদগাহ জায়গাটি রক্ষার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ে সুদৃষ্টি আকর্ষন করেছেন তারা। এদিকে অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমানের বলেন ,আমি আমার নিজস্ব জমিতে বালু ভরাট করছি। আমার স্বপক্ষে জমির সকল কাগজ পত্র আছে। তালা সহকারী ভুমি কমিশনার রুহুল কুদ্দুস বলেন, বিষয়টি তদন্তের জন্য নগরঘাটা ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
তদন্ত শেষে ব্যাবস্থা নেওয়া হবে।