তালায় ভ্যান চালক আয়ুব আলীর মানবতার জীবন যাপন
ফারুক সাগর (তালা প্রতিনিধি):
সাতক্ষীরার তালা উপজেলার ভ্যান চালক আয়ুব আলী(৫৩) মানবতার জীবন যাপন করছে । সে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বাউখোলা গ্রামের মৃত: সামসুদ্দিন মোড়লের ছেলে ।
সরেজমিনে দেখা যায়,ভুক্তভোগীর বসতবাড়ি নুরুজ্জামান সরদার(৫৪) ও মনিরুজ্জামান সরদার (৫০) পিতা মৃত:শাহাজান সরদার বেড়া দিয়ে ঘিরে দিয়েছে । এমনকি বসতবাড়ি বাড়ির প্রবেশ পথে বাবলা গাছের কাঁটা দিয়ে বন্ধ করা। বসতবাড়ির আঙ্গিনা চাষাবাদ করে কচুর চারা লাগানো হয়েছে ।
ভুক্তভোগী আয়ুব আলী জানান, তিনি দীর্ঘ ২৫ বছর ধরে এখানে বসবাস করে আসছেন । বসতবাড়ি সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে জোর পূর্বক তাকে উচ্ছেদের জন্য এই কাজ করা হয়েছে । তিনি আরও জানান,প্রায় ৪৫ থেকে ৫০ দিন ধরে তিনি ও তার স্ত্রী কুচিলা বেগম ইসলামকাটি রেজিস্ট্রি অফিস বাজারে ভ্রাম্যমান অবস্থায় বসবাস করছেন ।আসন্ন শীতে কিভাবে তিনি রাত্রি যাপন করবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন।
এ বিষয়ে মনিরুজ্জামান সরদার জানান,আয়ুব আলী তার বোনের স্বামী ।তিনি দীর্ঘ ২৫ বছর ধরে এখানে বসবাস করছে।কিন্তু বর্তমানে তার বসতবাড়ির জায়গা কম হওয়ার কারণে পাশর্বর্তী জায়গায় বাড়ি করার জন্য অনুরোধ করেন । আয়ুব আলী (ভুক্তভোগী) এই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি (বসতবাড়ি ঘেরা) এই কাজ করেন ।
স্থানীয় বাসিন্দা বাবলু শেখ জানান,মনিরুজ্জামান তার বোনের স্বামীকে বসবাসের জন্য অন্যত্র একটি জায়গা দেন। কিন্তু উক্ত স্থানে কবর থাকায় তারা এই প্রস্তাবে রাজি হয় না ।এ কারণে তার বসতবাড়ি প্রায় দুই মাস আগে ঘিরে দেওয়া হয় ।
স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জানান, বিষয়টি তার জানা নেই ।তবে আইনগত সহায়তা চাইলে তিনি ব্যবস্থা নিবেন।