আশাশুনিতে বাড়িতে হামলা লুটপাটের ঘটনায় এজাহার দায়ের
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার নাছিমাবাদ গ্রামে বাড়িতে হামলা চালিয়ে মহিলাকে রক্তাক্ত জখম, শ্লীলতাহানি, লুটপাটের ঘটনা ঘটেছে। গুরুতর আহত হাফিজা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে ৪ জনকে আসামী করে থানায় এজাহার দাখিল করা হয়েছে।
নাছিমাবাদ গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী গুরুতর আহত হাফিজা খাতুন বাদী হয়ে দাখিলকৃত এজাহার সূত্রে জানাগেছে, প্রতিপক্ষ আসামী একই গ্রামের মৃত আয়নুদ্দিন গাজীর ছেলে মাহাবুবর রহমান বাবু, হাবিবুর রহমান, মাহবুবরের ছেলে ইমন ও স্ত্রী আমেনা খাতুনদের সাথে তাদের বসতভিটার জায়গাজমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। আসামীরা শত্রুতা সৃষ্টি করে ষড়যন্ত্র ও ক্ষয়ক্ষতি করে আসছিল।
এরই জেরধরে ৩০ অক্টোবর রাত্র ৭.৩০ টার দিকে বাদীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে বাড়িতে অনাধিকার প্রবেশ করে এবং দা, লোহার রড, বাঁশের লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
দায়ের কোপে বাদীর মাথার পিছনে হাড়কাটা রক্তাক্ত জখম, শরীরের বিভিন্নস্থানে রক্তজমাট বাধা নিলাফোলা জখম, কাপড় ছিড়িয়া শ্লীলতাহানি, ৪০ হাজার টাকা মূল্যের স্বর্নের চেইন ছিড়ে নেয়া ও ঘরে টিনের বাক্স ভেঙ্গে নগদ ৮০ হাজার টাকা নিয়ে নেয়। এবং আসবাবপত্র ভাংচুর করে ক্ষতি সাধন করে। স্বাক্ষীরা এগিয়ে গেলে জীবন নাশের হুমকী দিয়ে আসামীরা কেটে পড়ে। গুরুতর জখম বাদি হাফিজা খাতুনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
থানায় ৪৪৭. ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৩৭৯, ৪২৭, ৫০৬(২) ও ১০৪ পেনাল কোড ধারায় ১ নভেম্বর ১৮৬০ নং মামলা দায়ের করা হয়েছে।
বাদী জানান, ইতিপূর্বে শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপুর কাছে অভিযোগ করা হলে তিনি নিজ আমিন দিয়ে মাপজোক করান এবং বাদীর পক্ষে রায় প্রদান করেন। কিন্তু তখনো তারা রায় না মেনে ষড়যন্ত্র করতে থাকে। এমনকি সম্প্রতি তারা থানায় মিথ্যা জিডি করে পরদিনই তাকে হত্যার উদ্দেশ্যে হামলা, লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে। দ্রুত আসামীদের গ্রেফতারের জন্য জোর দাবী জানানো হয়েছে।