কালিগঞ্জে ব্র্যাকের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে মিলনমেলার আয়োজন
নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বেসরকারী এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে এক মিলনমেলার আয়োজন করা হয়।
উপজেলার নলতা ইউনিয়নের মাগরী গ্রামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। মোঃ জমাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য মোঃ শামীম আহমেদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে মহিলা ইউপি সদস্যা ফাতেমা খাতুন ছাড়াও পল্লী সমাজের ২০ জন পুরুষ, ২০ জন নারী, ১০ জন কিশোর, ১০ জন কিশোরী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বেসরকারি এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার সেলপ মোঃ হাবিবুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সকলকে উদ্বুদ্ধ করেন।অনুষ্ঠানের একাংশে কুইজ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার শেষে অতিথিগন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।অনুষ্ঠানে উপস্থিত সকলে ব্র্যাকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।