পদ্মায় জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ঘড়িয়াল
নিউজ ডেস্ক:
রাজবাড়ী সদর উপজেলায় পদ্মা নদীতে এক জেলের জালে বিরল প্রজাতির একটি ঘড়িয়াল ধরা পড়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার দিকে রাজবাড়ী বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে সেটিকে পদ্মা নদীতেই অবমুক্ত করা হয়। এর আগে বিকেলে নদীর গোদার বাজার এলাকার বাসিন্দা ফারুক মিয়ার জালে ঘড়িয়ালটি ধরা পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, ঘড়িয়ালটি দেখতে অনেকটাই কুমিরের মতো এবং মুখ লম্বা আকৃতির। এটি লম্বায় প্রায় সাড়ে তিন ফুট।
এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা নদীর পাড়ে আসি। ঘড়িয়াল বিরল প্রজাতির প্রাণী। এটি কারও তেমন ক্ষতি করে না। ছোট ছোট মাছ খেয়ে জীবনধারণ করে। এ কারণে ঘড়িয়ালটিকে নদীতেই অবমুক্ত করা হয়েছে।
Please follow and like us: