পঞ্চগড়ে নৌকাডুবি: নিহত বেড়ে ২৯
নিউজ ডেস্ক:
পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আরো চারজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে সোমবার সকাল পর্যন্ত মোট ২৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে প্রায় ১৮ কিলোমিটার ভাটিতে দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা দুটি এবং আরো ৩৫ কিলোমিটার ভাটিতে দিনাজপুরের খানসামা ফায়ার সার্ভিস দল করতোয়ার জিয়া ব্রিজের কাছে আরো এক নারীর মরদেহ উদ্ধার করেছে। এ ছাড়া ঘটনাস্থলের কাছাকাছি জালিয়াপাড়া এলাকা থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। তবে এখনো উদ্ধারকৃতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের তিনটি ইউনিট ঘটনাস্থলের আশেপাশে নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত ঘটনাস্থলে নতুন করে কোনো মরদেহ উদ্ধার হয়নি। নদীর ওই অংশে পানির তীব্র স্রোত লক্ষ করা গেছে।
নদীতীরে অপেক্ষমাণ স্বজনদের সূত্রে জানা গেছে, এখনো নিখোঁজ রয়েছেন অনেকে।
এর আগে রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের আউলিয়া ঘাটে এ নৌকাডুবির ঘটনা ঘটে।