ভাসানচর থেকে পালানোর সময় ৩ রোহিঙ্গা আটক
নিউজ ডেস্ক:
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে পালানোর সময় তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
সোমবার রাত ৯টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করেন স্থানীয় লোকজন।
আটককৃতরা হলেন- ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ৬৩ নম্বর ক্লাস্টারের ২৪ বছর বয়সী জয়নাল হোসেন, ২৩ বছরের মো. জুবায়ের ও ১৫ বছরের জোহরা খাতুন।
চরজব্বর থানার এসআই ফারজানা আক্তার বলেন, শুক্রবার রাতে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় দুই যুবক ও এক কিশোরীকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় লোকজন। পরে কথা বললে নিজেদের রোহিঙ্গা হিসেবে পরিচয় দেন। এরপর তাদের পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গারা জানান, দালালের মাধ্যমে ভাসানচর থেকে কক্সবাজারের টেকনাফ যাওয়ার জন্য তারা পালিয়ে এসেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।