কৈখালীতে শৈলখালী রাস্তা নির্মানে অন্ধের দেশে কানা রাজা

আশিকুজ্জামান লিমন, শ্যামনগর:
সন্ধ্যা ৭ টা ১৫ ডাম্পার দূর্বল রাবিস নিয়ে কৈখালীতে ঠিকাদার আব্দুর রাজ্জাক চুরি করে “খ” য়ের বদলে রাবিস দিয়ে অনিয়ম করায়ের সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিমের হস্তক্ষেপে বন্ধ হয় দূর্বল রাবিস দেওয়া ৷ গত ৪ থেকে ৫ বছর আগে ঠিকাদার প্রতিষ্ঠান নলতার আব্দুর রাজ্জাক শৈলখালী রাস্তাটি টেন্ডার গ্রহণ করেন ৷ বালু উত্তোলন, এজিংয়ে অনিয়ম শেষে ২১ আগষ্ট ২০২২ তারিখ সন্ধ্যায় ১৫ গাড়ি দূর্বল রাবিস রাস্তায় বিছাতে থাকলে জনরোষানালে পড়ে ড্রাইভাররা ৷
উপজেলা এলজিডি অফিসের প্রকৌশলী সোহাগ হোসেন বলেন, রাতে আঁধারে কেন ৷ দিনের আলো কাজ করবে৷  আপনার কাজ বন্ধ করে দেন ৷
উপজেলা চেয়ারম্যান শেখ আতাউল হক দোলন বিষয়টি দেখার আশ্বাস দেন৷
কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, কোন প্রকার অনিয়ম হতে দেবো না ৷ চৌকিদার দিয়ে কাজ বন্ধ করেছি ৷ সকালে ঘটনাস্থল পরির্দশন করবো ৷
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)