সাতক্ষীরার বুধহাটা থেকে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবক আটক
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার বুধহাটা থেকে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রুহুল আমিন নামের এক যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে বুধহাটার ঘোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক রুহুল আমিন তালা উপজেলার ডাঙ্গা নলতা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। সাতক্ষীরা র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক আহমেদ জানান, বুধহাটা ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব। এসময় সেখান থেকে অন্যরা পালিয়ে গেলেও মাদক বিক্রেতা রুহুল আমিনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট, একটি এন্ড্রয়িড মোবাইল ফোন ও নগদ ১৫০ টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত আলামতসহ আটক ইয়াবা ব্যবসায়ী রুহুল আমিনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আশাশুনি থানায় হস্তান্তর করা হয়েছে।