সাতক্ষীরায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত
রঘুনাথ খাঁ:
“করবো প্রযুক্তির সঠিক ব্যবহার- প্রতিরোধ করবো মানব পাচার” এ প্রতিপাদ্যকে সামরেন রেখে র্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস।
দিবসটিপ উৎযাপন উপলক্ষ্যে আন্তজার্তিক অভিবাসন সংস্থার ব্যবস্থাপনায় ও মানবাধিকার সংগঠণ রাইটস যশোরের আয়োজনে শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য রালী বের হয়। র্যালিতে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রেজা রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা সমবায় কর্মকর্তা সন্তোষ কুমার নাথ, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর জ্যেষ্ঠ ইনসট্রাক্টর আনারুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে যেয়ে শেষ হয়। সকাল ১১টায় শিল্পকলা একাডেমীতে বন পোড়া হরিণী চলচিত্র প্রদর্শণী শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীকে পুর®কৃত করা হয়। দুপুর ১২টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, জেলা সমবায় কর্মকর্তা সন্তোষ কুমার নাথ, টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট এর জ্যেষ্ঠ ইনসট্রাক্টর আনারুল ইসলাম , রাইটস যশোরের কর্মকর্তা প্রদীপ দত্ত , জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান প্রমুখ।
বক্তারা দেশের ভিতরে ও বাইরে মানব পাচার প্রতিরোধে সচেতনতাবৃদ্ধি ও সকলকে সজাগ হওয়ার আহবান জানান।