ঈদের দিন ছেলের ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার
নিউজ ডেস্কঃ
ফরিদপুরে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে আইনদ্দিন মোল্যা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রোববার দুপুরে শহরের পূর্ব খাবাসপুর মোড়ে এ ঘটনা ঘটে। ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আইনুদ্দিন ফরিদপুর শহরে তার ছেলের সঙ্গে থাকতেন। তার গ্রামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউপির কোন্দারদিয়া গ্রামে। স্ত্রী, পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে তার। এদের মধ্যে জয় ও বিজয় নামে তার দুই ছেলে পূর্ব খাবাসপুর মোড়ের পাশে একটি হোটেলের দোকান করেন।
জানা যায়, দুপুর ১২টার দিকে নিহতের ছেলে বিজয় হোটেল থেকে বের হওয়ার সময় একই এলাকার মিন্টু তালুকদারের ছেলে তাসকিনের পায়ে পাড়া লাগে। এ নিয়ে তাদের মাঝে হাতাহাতি হয়। এরপর তাসিকন সেখান থেকে চলে গিয়ে কিছুক্ষণের মধ্যে আবার সেখানে ফিরে আসেন। এ সময় আইনুদ্দিন মোল্যা তাসকিনকে সামান্য ভুল বুঝাবুঝির এ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার অনুরোধ জানিয়ে তার মাথায় হাত বুলাতে যান। এ সময় তাসকিন তার হাতে থাকা ছোট একটি টিপ চাকু দিয়ে আইনুদ্দিন মোল্যার বুকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাসকিন ও বিজয় দুজনে মিলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর নিহতের স্বজনেরা হাসপাতাল থেকে মাইক্রোবাসে তার লাশ দুপুর ২টার দিকে গ্রামের বাড়ি বোয়ালমারী রওনা হন।