পাটকেলঘাটায় সড়ক দূর্ঘটনায় আহত-২
Post Views:
৩৫৩
শহর প্রতিনিধিঃ
সাতক্ষীরা -খুলনা মহাসড়কে প্রাইভেট কার ট্রলি ও মোটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক নারী সহ দুজন আহত হয়েছে। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। সোমবার দুপুরে মহাসড়কে শাহদাহ এলাকায় দূর্ঘটনা ঘটনাটি ঘটে।প্রতক্ষদর্শীরা জানায়, দুপুরে মোটরসাইকেলে চেপে সাতক্ষীরার দিকে যাচ্ছিল এক যুবক ওইসময় পিছনে থাকা একটি প্রাইভেট কারের চাকা পামচাহলে সামনের ট্রলি ও মোটরসাইকেলকে ধাক্কা মারে।
এতে মোটরসাইকেলে থাকা যুবকে ছিটকে পড়ে ট্রলির চাকার নিচে পড়ে গুরত্বর আহত হয়।একই সময় প্রাইভেট কারে থাকা এক নারীও আহত হয়। পরবর্তীতে স্থানীয় তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসাপাতালে পাঠায়। পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।