মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কাশিমাড়ীতে বিক্ষোভ মিছিল
Post Views:
২৯৮
রবিউল ইসলামঃ
ভারতে বিজেপি কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা সিদ্দিকা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন ইমাম পরিষদ ও সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের পরে কাশিমাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এরআগে তাওহীদি জনতারা বিক্ষোভ মিছিলও সহকারে ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে জড় হয়।।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের দলীয় মুখপাত্র নূপুর শর্মা ও অপর শীর্ষ নেতা নাভিন কুমার জিন্দাল মহানবী (সা.) সম্পর্কে কটুক্তি করেছেন। তাদের এমন কর্মকাণ্ডে সমগ্র বিশ্বের মুসলিম সমাজ তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমরাও ধর্মীয় শান্তি বিনষ্টের দায়ে ভারতের নেতাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
এসময় বক্তারা আরও উল্লেখ করেন, ধর্মীয় শান্তি ও সম্প্রীতি নষ্ট করতে গোটা ভারতীয় উপমহাদেশে তারা সাম্প্রদায়িকতা সৃষ্টি করতে চাচ্ছে। এর মাধ্যমে তারা হিন্দু ও মুসলমানদের যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান সেটা মুছে দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে।
সমাবেশে সংশ্লিষ্ট বিজেপি নেতাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানানো হয়।
পুরো কর্মসূচিতে ইউনিয়নের সহস্রাধিক মুসল্লীবৃন্দ অংশ নেন।