জাতীয় পরিবেশ পদক পেল গবেষণা প্রতিষ্ঠান বারসিক

ডেস্ক রিপোর্ট:

পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক-২০২১ পেয়েছে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ-বারসিক।

পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরির প্রতিষ্ঠান পর্যায়ে জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠানটি।

রোববার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটিকে এই পদক প্রদান করা হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত যাবতীয় কর্মসূচি উদ্বোধন করেন।

এসময় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ-বারসিক’র নির্বাহী পরিচালক সুকান্ত সেনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান সাংসদ সাবের হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং পরিবেশ অধিদপ্তরের ডিজিসহ অন্যান্য উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, উন্নয়ন কর্মী, অন্যান্য পেশাজীবী ব্যক্তিবর্গ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)