সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিনা অনুমতিতে কাঁকড়া ধরায় আটক-৪
শ্যামনগর প্রতিনিধি:
সুন্দরবনে নদী খালে মাছ কাঁকড়া আহরণ সরকারী ভাবে নিষিদ্ধ আছে। চলমান নিষিদ্ধ সময়ে সুন্দরবনে বিনা অনুমতিতে প্রবেশ করে কাঁকড়া আহরণের সময় ৪ জেলেকে আটক করেছে সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনে টহল কাজে নিয়োজিত স্মার্ট প্যাট্টল টিমের সদস্যরা।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে স্মার্ট পেট্রল টিমের দলপতি কলাগাছিয়া বনটহল ফাঁড়ির ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনে আড়পাঙ্গাশিয়া নদী থেকে জেলেদের আটক করে। এসময় জেলেদের কাছ থেকে ২টি নৌকা, ১৫ কেজি কাঁকড়া, ড্রাম, দা, ও বৈঠাসহ কর্ত্তন নিষিদ্ধ ৭৫টি গরাণ কাঠ জব্দ করে আভিযানিক দলটি। আহরিত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে।
আটক জেলেরা হলেন, গাবুরা ইউনিয়নের চাঁদনিমুখা গ্রামের মৃত আলেক গাজীর ছেলে খবির হোসেন এবং একই এলাকার মৃত রূপচাঁদ গাজীর ছেলে আজহারুল গাজী, মোঃ নজরুল গাজীর ছেলে আমিনুর গাজী ও রফিকুল গাজীর ছেলে তরিকুল গাজী।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান সত্যতা নিশ্চিত করে বলেন, গত পহেলা জুন হতে ৯০ দিনের জন্য সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণ ও পর্যটন প্রবেশ সরকারীভাবে নিষিদ্ধ আছে। ওই জেলেরা সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে কাঁকড়া ধরার সময় আটক করে বন আইনে আদালতে প্রেরণ করা হয়েছে।