ঝিকরগাছায় আট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
আঃজলিল, স্টাফ রিপোর্টার:
যথাযথ কাগজপত্র এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোদন না থাকায় ঝিকরগাছায় আটটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
সারাদেশে চলমান অভিযানের অংশ হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে আজ ঝিকরগাছা উপজেলার অন্তর্গত বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনার মাধ্যমে ৮ টি অনিবন্ধিত ক্লিনিক/ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ সহ সিলগালা করে দিয়েছে প্রশাসন। বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হলো ঝিকরগাছা বাজারের আয়েশা মেমোরিয়াল মেডিকেল সেন্টার, মোহাম্মদ আলী ক্লিনিক, মোহাম্মদ আলী ডায়াগনস্টিক সেন্টার, ফেমাস মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সালেহা ক্লিনিক এবং আনিকা ক্লিনিক।
ছুটিপুর বাজারের সীমান্ত ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস কেয়ার এবং ছুটিপুর প্রাইভেট ক্লিনিক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রশিদুল আলমের নেতৃত্বে অভিযান পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইন চার্জ জনাব সুমন ভক্ত, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা.এস কে রাজিবুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক জনাব ফারুক হোসেন, MT-EPI জনাব কামরুজ্জামান।
ডা. রশিদুল আলম জানান, যে সকল ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার অনিবন্ধিত সেগুলো পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। তবে যাদের নিবন্ধন ছিলো কিন্তু মেয়াদ শেষে নবায়ন করাননি তাদেরকে পনেরো দিন সময় দেয়া হয়েছে। এর মধ্যে নিবন্ধন গ্রহণ না করলে সেই প্রতিষ্ঠানগুলোও বন্ধ করে দেওয়া হবে।
এদিকে, ঝিকরগাছা উপজেলার আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অননুমোদিত ক্লিনিক বন্ধ করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ। এসকল প্রতিষ্ঠানে ভুল চিকিৎসায় ইতিপূর্বে অনেক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। আগামী দিনগুলোতেও এধরণের অভিযান চলমান রাখার আশা পোষণ করেন স্হানীয় জনগন।
Please follow and like us: