খলিষখালীতে দর্জির দোকানদারের আত্মহত্যা
Post Views:
৫৬৯
ফারুক সাগরঃ
তালা উপজেলার খলিষখালীতে জিয়াদ আলী সরদার (৪৩) নামে এক দর্জির দোকানদারের আত্মহত্যার খবর পাওয়া গেছে । নিহত দর্জি খলিষখালী ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের ছলিম সরদারের ছেলে ও দুই কন্যা সন্তানের জনক । নিহতের প্রতিবেশী বাবু সরদার জানায়, প্রায় দেড় মাস আগে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে জিয়াদ আলী। সেই থেকেই সে আলাদা একটি ঘরে একা বসবাস করত । সপ্তাহ খানেক আগেও একবার আত্মহত্যার চেষ্টা করে সে। রবিবার দিবাগত রাতের কোন একসময় স্ত্রীর ওরনা দিয়ে ঘরের আড়ার সাথে পেঁচিয়ে আত্মহত্যা করে।সকালে পুলিশকে জানিয়ে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।
খলিষখালী ক্যাম্প ইনচার্জ নুর হোসেন খান জানান, এ ঘটনায় পাটকেলঘাটায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। স্থানীয়দের লিখিত আবেদনের ভিত্তিতে আত্মহত্যার সত্যতা পেয়ে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।