শ্রীলংকায় জরুরি ওষুধ উপহার পাঠাল বাংলাদেশ

নিউজ ডেস্ক:

শ্রীলংকাকে জরুরি ওষুধ সামগ্রী উপহার হিসেবে পাঠিয়েছে বাংলাদেশ। দেশটিতে ২০ কোটি টাকার ওষুধ সহায়তা পাঠানোর কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৃহস্পতিবার দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলংকাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের (বিএপিআই) সভাপতি নাজমুল হাসান পাপন এবং বাংলাদেশে নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরত্নে উপস্থিত ছিলেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)