টেপা মাছ খেয়ে শ্যামনগরে ১ জনের মৃত্যু, ৪ জনের অবস্থা আশংকাজনক
অনাথ মণ্ডল, শ্যামনগর :
শ্যামনগর উপজেলার বংশীপুর গ্রামে টেপা মাছ খেয়ে মতিয়ার রহমান (খোকন) (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় একই পরিবারের আরও ৪জন সদস্য মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ার পর তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তি একই গ্রামের মৃত আনছার আলী গাইনের ছেলে। অসুস্থ হয়ে যাওয়া অন্যরা হলো নিহত মতিয়ারের ছেলে সাগর হোসেন (২৫), তার স্ত্রী সিলমি (২০), পাতড়াখোলা গ্রামের মমতাজ খাতুন (৩০), তার শিশু সন্তান মাহীর (২)।
নিহতের চাচাত ভাই আব্দুল হান্নান জানান মঙ্গলবার দুপুরে রান্না করা টেপা মাছ দিয়ে পরিবারের সদস্য একত্রে ভাত খায়। বিকেলে দিকে তারা অসুস্থ হয়ে পড়ার পর সন্ধ্যার কিছু আগে তাদেরকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় অবস্থার অবনতি হলে চিকিৎসকরা অসুস্থ ৫ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলেও পথে মতিয়ার রহমানের মৃত্যু হয়। বাকি রোগীদের অবস্থা সংকটপন্ন বলে তিনি দাবি করেন।
ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ জিএম শোকর আলী জানান, তার বাড়ির পাশের একটি পরিবার এমন দুর্ঘটনার শিকার হওয়ার পর একজনের মৃত্যু হয়েছে। বাকিদের সাতক্ষীরা মেডিকেল কলেজে পাঠানো হলেও শংকা কাটেনি বলে চিকিৎসকরা জানিয়েছে।