স্বাধীনতা দিবসের আলোচনাসভায় সাতক্ষীরা প্রেসক্লাবের স্বার্থ সংরক্ষনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
স্বাধীনতা দিবসের আলোচনাসভায় সাতক্ষীরা প্রেসক্লাবের স্বার্থ সংরক্ষনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
২৬ মার্চ বেলা ১১টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাব আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।
সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোত্তালেব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।
আলোচনাসভায় প্রধান অতিথি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমরা স্বাধীন দেশ পেয়েছি। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন। বর্তমানে সারা বিশে^ বাংলাদেশ এক রোল মডেল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের যে ভিশন ঘোষণা করেছেন এভাবে এগুতে থাকলে ২০৪১ সালের অনেক আগেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুদা দারিদ্র মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত হবে। স্বাধীনতা পরবর্তীতে সময়ে সাতক্ষীরায় স্বাধীনতা বিরোধীরা নির্বাচিত হয়েছিল। ফলে কোন উন্নয়ন হয়নি। কিন্তু সাতক্ষীরা অনেক উন্নত। সাংবাদিকদের সহযোগিতা থাকলে সাতক্ষীরা আরো উন্নত হবে। অনেক ভালো ভালো কাজ করা সম্ভব হবে। এধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই সাংবাদিকদের ঐক্য বদ্ধ থাকতে হবে। গুটিকতক ষড়যন্ত্রকারীরা কিছুই করতে পারবে না। চক্রান্তকারীরা অতীতেও ছিলো বর্তমানেও রয়েছে। ভবিষ্যতের থাকবে। তাদের রুখে দিতে প্রয়োজন ঐক্যবদ্ধ থাকা। দেশের স্বার্থে, সাতক্ষীরার স্বার্থে এবং প্রেসক্লাবের স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থাকতেই হবে।
সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের স ালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকি, বীর মুক্তিযোদ্ধা কালিদাশ রায়, দৈনিক দৃষ্টিপাত সম্পাদ জি এম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জল, মোজাফফর রহমান, সাপ্তাহিক ইচ্ছে নদী সম্পাদক মকছুমুল হাকিম, সাংবাদিক মনিরুল ইসলাম মনি, জাকির হোসেন লস্কর শেলি, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাংকাদিক আমিনুর রশিদ, কাজি শওকত হোসেন ময়না, শহিদুল ইসলাম, দপ্তরসম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, জাহাঙ্গীর আলম কবির, এস এম রেজাউল ইসলাম।
উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যনার্জি, হাফিজুর রহমান মাসুম, অর্থ সম্পাদক শেখ মাসুদ হোসেন, আাসদুজ্জামান আসাদ, নির্বাহী সদস্য মাসুদুর জামান সুমন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, ফয়জুল হক বাবু, শাকিলা ইসলাম জুঁই, মো: আইয়ুব হোসেন রানা, শহীদুল ইসলাম, স.ম তাজমিনুর রহমান টুটুল, আব্দুল আলিম, হাফিজুর রহমান, মীর মোস্তফা আলী, এসকে কামরুল হাসান, মীর আবু বক্কার, এম. বেলাল হোসাইন, প্রমুখ।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এছাড়া ২৬ মার্চ এর অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত মৃত্যুবরণকারী সাংবাদিক আসাদুল ইসলামের ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এর আগে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজনের নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।