সৈয়দ ঈসা বিএম কলেজে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জতীয় শিশু দিবস পালিত
Post Views:
৩৬৯
খুলনা প্রতিনিধিঃ
আজ ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। মুক্তিযুদ্ধের এই মহানায়ক ১৯২০ সালের বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন । শিশুকালে “খোকা” ডাক নামে পরিচিত ছিল। সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন বাঙ্গালী জাতীর মুক্তির দিশারী। তার ছিল গভীর রাজনৈতিক প্রজ্ঞা,আত্মত্যাগ ও জনগণেরপ্রতি অসাধারণ মমত্ববোধ। আর এ কারণেই তিনি পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। ডুমুরিয়ার
সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেণ্ট কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। অধ্যক্ষ জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে উপস্হিত সকলের মাঝে বিতরণ করা হয়।
এসময় বক্তৃতা করেন, সহঃ অধ্যাপক জিএম ফারুক হোসেন, প্রভাষক গোবিন্দ ঘোষ, কামরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন সহঃ অধ্যাপক আঞ্জুমান আরা বেগম, প্রভাষক নাছির উদ্দীন কাগজী, প্রভাষক বিজন কুমার রায়, প্রভাষক এসকে নজরুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক জেনারেল, প্রভাষক আবুল হাসান, প্রভাষক শঙ্কর কুমার রায়, প্রভাষক সঞ্জয় কুমার ঘোষ, প্রভাষক আব্দুর রাজ্জাক জেনারেল, প্রভাষক লিখিয়া খাতুন, প্রভাষক আব্দুল হামিদ, কম্পিউটার প্রদর্শক আব্দুর রশিদ বাচ্চু, আসমা খাতুন, ল্যাবঃ আব্দুল হামিদ, অফিস সহকারী সুরঞ্জন ঘোষ, রুমিচা পারভীন, রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ।