মুন্সীগঞ্জে প্রতিপক্ষের হামলা আহত ২
Post Views:
৩৯৫
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগর উপজেলার ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামে প্রতিপক্ষের হামলায় মহিলা সহ দুইজন মারাত্মক আহত হয়েছে।
১৭ মার্চ ২০২২ তারিখ সকাল ১০ টার সময় মৎস্য ঘেরীতে পানি নিয়ে বিরোধকে কেন্দ্র করে যতীন্দ্রনগর গ্রামের মোঃ হাকিম গাজীর পুত্র মোঃ মোমিন গাজী (৩৮) মোঃ মোস্তফা গাজীর পুত্র আশিক গাজী (২৫) সহ সাথে থাকা অনান্যরা সংঙ্গবদ্ধ ভাবে পূর্ব পরিকল্পিত মৃত জলিল মোড়লের পুত্র মোঃ করিম মোড়লের (৪৫) মৎস্য ঘেরীর পানির পথে বাধাঁ দিলে কথা কাটা কাটির এক পর্যায়ে করিমকে বেদম মারপিট করে ৷ এতে করে করিমকে কোদাল দিয়ে নাকের উপরে এলোপাথাড়ি মারলে সে মারাত্মক ভাবে আহত হয় এবং করিমের স্ত্রী তাহমিনাকে তার ঘেরীর বাসায় আটক করে মার ধর সহ বিভিন্ন ভাবে হেনেস্তা করে। তারপর করিম মোড়লের ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনা স্থলে এসে তাদের কে উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে চিকিৎসার জন্য তাদের পাঠানো হয়েছে বলে জানা গেছে।
শ্যামনগর থানার ভারপাপ্ত কর্মকর্তার মোঃ ওয়াহেদ মুরর্শেদের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, করিম মোড়লকে থানায় আনা হয়েছিল প্রাথমিক ভাবে তাকে দেখা হয়েছে। তবে তার অবস্থা আশাংকা জনক হওয়ার কারনে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করা হয়েছে তবে এখন কেউ অভিযোগ করেনি ৷ অভিযোগ দিলে আমরা মামলা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো ৷