বেনাপোলে ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী আটক
Post Views:
৩৪৬
আঃজলিল, যশোরঃ
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০০ বোতল ফেনসিডিল সহ সোহাগ হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (০৭ মার্চ) ভোর রাতে বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক সোহাগ বেনাপোল পোর্ট থানার দৌলতপুর মোল্লাপাড়ার শাহ আলম হোসেনের ছেলে।
ডিবি জানায়, মাদক পাচারের গোপন খবরে, ডিবি যশোরের এসআই শফি আহমেদ রিয়েল সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম নিয়ে দৌলতপুর গ্রামস্থ দৌলতপুর বটতলা জামে মসজিদ এলাকা থেকে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।
উদ্ধারকৃত মালামালের মূল্য ৪ লক্ষ টাকা।
এ সংক্রান্তে এসআই শফি আহমেদ রিয়েল বাদী হয়ে বেনাপোল থানায় এজাহার দায়ের করেছেন বলে জানান ডিবির ওসি রুপণ কুমার সরকার।