শ্যামনগরের মুন্সিগঞ্জে মিষ্টি পানি সংরক্ষণে পরিকল্পনা সভা
শ্যামনগর প্রতিনিধি।
শ্যামনগর উপজেলায় মুন্সিগঞ্জ ইউনিয়নে মঙ্গলবার বিকাল ৪টার বেসরকারী উন্নয়ন সংস্থা সিএন আর এস এর আয়োজনে গভার্নমেনট ক্লাইমেট রেজিলিয়ান্স প্রকল্পের সহযোগিতায় মুন্সীগঞ্জ কুলতলি,কচুখালী, চুনকুড়ি, ধানখালী গ্রামের কৃষকদের নিয়ে মুন্সীগঞ্জ সিএনআর এস এর অফিস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লিড সাংবাদিক পীযূষ বাউলিয়া পিন্টুর সঞ্চালনায় মুন্সিগঞ্জ ইউনিয়নে মিষ্টি পানি সংরক্ষণের জন্য খাল, পুকুর ও খনন এবং কৃষি ফসল সম্প্রসরণ সংক্রান্ত পরিকল্পনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং মুন্সীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, বিশেষ অতিথি ইউপি সদস্য উৎপল কুমার যোয়াদ্দার, ইউপি সদস্য হরিদাস হালদার, সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্যা নীপা চক্রবর্তী ।
প্রকল্প অবহিত করণ পরিকল্পনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্যামনগরের সিএনআরএস প্রকল্পের অফিস শহীদুল ইসলাম। সাংবাদিক নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথি অসীম কুমার মৃধা বলেন মুন্সিগঞ্জ ইউনিয়নের সকল জলাভূমি ইজরা মুক্ত করে খননের মাধ্যমে মিষ্টি পানি সংরক্ষণ করা । যাতে এলাকার একাধিক এলাকায় টিকে থাকতে পারে। আমাদের এলাকা দুর্যোগ প্রবণ এলাকা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই অঞ্চল থেকে প্রচুর মানুষের কাজের জন্য বাইরে চলে যেতে হচ্ছে ,কৃষি কাজের সাথে যুক্ত হতে পারলে এলাকার কৃষকগণ সহ প্রকৃতি পরিবেশ ফিরে পাবে।
Please follow and like us: