প্রায় তিন হাজার রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রনালয় দাবি করেছে তাদের সেনাদের হাতে এখন পর্যন্ত দুই হাজার আটশ রুশ সেনা নিহত হয়েছে। তবে এই দাবির পক্ষে বিস্তারিত কিছু জানায়নি দেশটি।
শুক্রবার ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কমপক্ষে দুই হাজার আটশ’ রুশ সেনা নিহত হয়েছেন।
তিনি আরো দাবি করেন, ইউক্রেনের সেনাবাহিনী এখন পর্যন্ত রাশিয়ার ৮০টি ট্যাঙ্ক, ৬২৬টি সাঁজোয়া যুদ্ধ যান, ১০টি যুদ্ধবিমান ও সাতটি হেলিকপ্টার ধ্বংস করেছে।,
স্থানীয় সময় বিকাল শুক্রবার তিনটায় ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার তার ফেসবুক পোস্টে এমন সব দাবির কথা জানান বলে এক প্রতিবেদনে বলেছে আল-জাজিরা।
তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষের এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়ার সরকার। অন্য কোনো গণমাধ্যমও ইউক্রেনীয় কর্তৃপক্ষের এমন দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যদি পশ্চিমা নেতারা দ্রুত পদক্ষেপ নেন তাহলে এখনো রাশিয়ার আগ্রাসন ঠেকিয়ে রাখা সম্ভব।
তিনি ইউরোপীয় দেশগুলোর জনগণকে ইউক্রেনের জন্য বিক্ষোভ করার আহবান জানিয়েছেন। যাতে করে ইউরোপীয় নেতারা জনবিক্ষোভের চাপে ইউক্রেনকে সাহায্য করতে বাধ্য হন।
তিনি আরো বলেন, ইউরোপের সব দেশ রাশিয়ার আগ্রাসনকে কাছ থেকে দেখছে। অথচ চুপচাপ বসে আছে। একদিন ওসব দেশে হামলা হলে কি হবে, সেই প্রশ্নও রাখেন জেলেনস্কি।