শ্যামনগর কৈখালীতে দুইটি রাস্তায় শুভঙ্করের ফাঁকি দায়ভার যেন জনগণের

শ্যামনগর ব্যুরো :
শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে এলজিডির রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ৷ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে কৈখালী গঙ্গার মোড় হতে পরানপুর বিজিবি ক্যাম্প পর্যন্ত ২ কিলোমিটার রাস্তা পাকা করনে ২০/২১ অর্থ বছরে ২ কোটি ৫৮ লাখ ৩৫ হাজার ১৮৬ টাকা বরাদ্দ হয় ৷ টেন্ডারটি গ্রহণ করেন কালীগঞ্জ শীতলপুরের রফিকুল এন্টারপ্রাইজ ৷ কিন্তু রাস্তার কাজ চলছে নিন্মমানের “খ” দিয়ে ৷ এমনকি অভিযোগ আছে রাস্তায় বেড রুলিং না দিয়ে কাজ করছে ৷

এবং যাদবপুর এরআর মাধ্যমিক বিদ্যালয় থেকে সন্নাসি রপ্তানের বাড়ি পর্যন্ত রাস্তার টি নলতার আঃ রাজ্জাক রাস্তার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে ৷ উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্বাবধানে টেন্ডার গ্রহণ করেন কিন্তু মাটিযুক্ত বালু এবং রাস্তার কাজ চলছে নিন্মমানের “খ” দিয়ে ৷ এমনকি অভিযোগ আছে রাস্তায় বেড রুলিং না দিয়ে কাজ করছে ৷ রাস্তাটি দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও ২ বছর পর রাস্তার কাজ পূনরায় শুরু করেন ৷ কিন্তু অধিকাংশ জায়গায় বালু না থাকলেও এস্কেলেটর দিয়ে মাটি তুলে পরে কাঁদা যুক্ত “খ” দিয়ে কোন রকমে মন বোঝানো কাজ করছে ৷

উপজেলা প্রকৌশলীর নেই কোন তদারকি ৷ একাধিকবার উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে অবগত করলেও তারা বার বার এড়িয়ে গিয়েছেন ৷

সরজমিনে গিয়ে জানাগেছে যে, শুরু থেকে রাস্তা ২টির অনিয়মের অভিযোগ উঠেছে ৷ প্রত্যান্ত অঞ্চল কৈখালীতে কাজ দেখে নেওয়ার কেউ নেই এমনও অভিযোগ রয়েছে ৷ রাস্তার অনিয়মের ছবি ও তথ্য সংগ্রহ করতে গেলে চারিদিকে থেকে ঠিকাদার প্রতিষ্ঠানে লোকজন ছুটে এসে ম্যানেজ করার চেষ্টা করে ৷ অন্যদিকে উপজেলা প্রকৌশলীর কাছে ফোন দিলে তিনি বার বার ভালো মানের কাজের আশ্বাস দেন ৷

স্থানীয়রা জানান, রাস্তার কাজের মান ভালো না হওয়ার কারনে এর আগে ২ বার বর্তমান চেয়ারম্যান কাজগুলো বন্ধ করে দেন ৷ কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের অপশক্তির বলে আবারও একুই ভাবে কাজ শুরু করেছেন ৷ চেয়ারম্যান শেখ আব্দুর রহিম জানিয়েছিলেন, রাস্তার কাজগুলো দেখে নেওয়ার কেউ নেই ৷ কাজ বন্ধ করলেও তা আবার পূনরায় শুরু করেন ৷ রফিকুল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, বর্তমান জিনিসপত্রের দাম হিসেবে কাজটি লোকসান হবে ৷ আমি এসে আপনার সাথে দেখা করবো ৷ কাজ করার সুযোগ করে দেন৷

আব্দুর রাজ্জাক বলেন, ৩ বছর আগে টেন্ডার গ্রহন করা ৷ তুলনামূলক ভাবে বর্তমান সময়ের জিনিসপত্রের দামের কারনে ব্যপক লোকসান হবে৷ আমি আপনার সাথে এসে একজায়গায় বসে চা খাবো ৷

তবে উপজেলা সহকারী প্রকৌশলী (এলজিইডি) বলেন, আপনারা একটু কাজটা দেখে নেন ৷ যদি সমস্যা থাকে তবে কাজটি বন্ধ করে দেন ৷ আর “খ” যদি খারাপ হয়ে থাকে উপজেলা নিয়ে আসেন পরিক্ষা করবো ৷

গোপন সূত্রে জানাগেছে যে, উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি)র যোগসাজশে ঠিকাদার প্রতিষ্ঠানগুলো অনিয়মের আশ্রয় গ্রহন করতে সক্ষম হয়ে থাকে ৷

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)