বেড়েছে তাপমাত্রা, ঝরবে বৃষ্টি
নিউজ ডেস্ক:
সারাদেশে গতকাল বুধবার থেকে তাপমাত্রা বেড়েছে। এতে আজ বৃহস্পতিবার থেকে দেশের একাধিক বিভাগে বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদফতর এমনই পূর্বাভাস জানিয়েছে।
পূর্বাভাসে জানানো হয়, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস।
Please follow and like us: