শ্যামনগরে বাক্স কল ও পাইপ অপসারণের জন্য মহিলাদের মানববন্ধন 

আশিকুজ্জামান লিমন, শ্যামনগরঃ
শ্যামনগরে বাক্স কল ও পাইপ অপসারণের জন্য মহিলাদের মানববন্ধন করে ৷ ৪ ফেব্রুয়ারি ২০২২ সকাল ১০, ১১, ১২ টার সময় পৃথকভাবে  শ্যামনগর উপজেলার রমজাননগরের সোরা গ্রামে বাক্স কল, ভেটখালী গ্রামের বাক্স কল, মিরগাং গ্রামের বাক্স কলগুলো অপসারণের দাবিতে  মহিলারা মানববন্ধন করেন ৷ তারা দাবি করেন,
উপকূলের বেড়িবাঁধ ছিদ্র বা বাঁধ কেটে অবৈধ ভাবে পাইপ ও বাক্স কল নির্মান করে বার্ষরিক পানি বিক্রি করে আসছে এলাকার এক শ্রেনীর প্রভাবশালীরা ।
অপরিকল্পিত ভাবে পাইপ ও বাক্স কল নির্মানের ফলে বেড়িবাঁধ কর্তন বা ছিদ্র করা কারনে নষ্ট হচ্ছে উপকূল অঞ্চল ৷ আইলার শুরু থেকে পরপর অনেকগুলো প্রাকৃতিক দূর্যোগে দূর্বল বেড়ীবাঁধ ভেঙে   লোকালয়ে পানি প্রবেশ করে থাকে ৷ ফলে দিনের পর দিন হারিয়ে যাচ্ছে মিষ্টি পানির আধাঁর ৷ বাক্স কলের পানি বিক্রির বার্ষরিক টাকা উত্তোলনের ৩ এর ১ অংশ পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের পকেটে যায় ৷ বেতনের পাশাপাশি তারা এটাও একটা আয়ের উৎস তাদের, এমন মন্তব্য করছেন ঐ সব মহিলা ৷
আদৌও উপকূলের বেড়ীবাঁধ কর্তন বা ছিদ্র করে
অপরিকল্পিত ভাবে পাইপ ও বাক্স কল নির্মানের কতটা বৈধতা তা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলেন, ২০০৯ সালের আইলার পর থেকে পাইপ ও বাক্স কল নির্মান সম্পন্ন অবৈধ ৷ তবে পানি নিষ্কাশনের কথা বিবেচনা করে এতোদিন অপসারণ করা হয়নি ৷
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)