শ্যামনগরে বাক্স কল ও পাইপ অপসারণের নামে নাটকীয়তা

আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগরে বাক্স কল ও পাইপ অপসারণের নামে  নাটকীয়তা ৷ অপসারণ অর্থাৎ সরিয়ে নেওয়া, ভেঙ্গে ফেলা মানে ধ্বংস করা, দুপাশের মুখ বন্ধ করা মানে কি হতে পারে? এই নিয়ে সংশয় জেগেছে এলাকার মানুষের মাঝে ৷
উপকূলীয় অঞ্চলের বেড়ীবাঁধ ছিদ্র করে পাইপ ও মৎস্যঘেরীদের কাছে পানি বিক্রির জন্য তৈরি বাক্স কল অপসারণের জন্য শ্যামনগরের মানিকখালী গ্রামের হাজী আবুল হোসেনের পুত্র হুমায়ুন কবির জনস্বার্থে হাইকোটে ৮১৭৫/২০২১ নং রিট মামলা দায়ের করেন ৷ তারই প্রেক্ষিতে গত সপ্তাহ থেকে
কালীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ অপসারণ অভিযান শুরু করেন ৷ কিন্তু ”কাজির গরু কেতাবে আছে, গোয়ালে নেই”  বাক্স কল ও পাইপ অপসারণ না করে মাটি দিয়ে পাইপ ও বাক্স কলের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ যাতে করে পূনরায় এই যাত্রার মত বেঁচে পরবর্তীতে তাদের লোনাপানি উত্তোলনের কার্যক্রম  করতে পারে ৷ ফলে মাত্র নামেই অপসারণ নেই তার কার্যক্রম ৷ পানি বিক্রি করা বাক্স কলের মালিকদের দৌড়ঝাঁপ ৷ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের ম্যানেজের পাইতারা চলছে ৷ তারা বহাল তবিয়তে বাক্স কলের ড্রেন সহ স্থায়ীকরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে  ৷ কালীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, উপরের নির্দেশনা অনুযায়ী কাজ করছি ৷ কর্তৃপক্ষরা জানিয়েছেন, লোনাপানি প্রবেশ বন্ধ করতে ৷ তাই আমরা মাটি দিয়ে বন্ধ করছি ৷
স্থানীয় সচেতন মহলের ধারণা, দুপাশে মাটি দিয়ে বন্ধ করলে পূনরায় চালু করে পানি বিক্রি করবে বাক্সকল মালিকরা ৷
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)