স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং 

আসাদুজ্জামানঃ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষে জেলা
পর্যায়ে সাংস্কৃতিক উৎসব-২০২১ উদ্যাপন উপলক্ষে সাতক্ষীরায় প্রেস ব্রিফিং
অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি’র আয়োজনে
বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত প্রেস
ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিং এ সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর
রহমান বলেন, জেলার সাংকৃতিক কর্মকান্ড বেগবান করার লক্ষ্যে আগামী ১৮
ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপি সাতক্ষীরায় স্থানীয় শিল্পী,
কবি ও সাহিত্যিকদের অংশগ্রহনে সাংস্কৃতিক উৎসব এর আয়োজন করা
হয়েছে। যা প্রতিদিন সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। এই উৎসবে
রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, আধুনিক গান, দেশাত্ববোধক গান, কবিতা
আবৃত্তি, একক অভিনয়, লালন গীতি, লোক গীতি, আঞ্চলিক গান, জারি-সারি,
মুর্শিদী গান, বাউল সংগীত, বঙ্গবন্ধুর উপর রচিত, ডিজিটাল বাংলাদেশ, উন্নয়ন
নিয়ে রচিত ও নৃত্য উপস্থাপন করা হবে।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, জেলা
শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টনসহ বিভিন্ন
প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)