দেবহাটায় ৫৫টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু
Post Views:
৩৬৯
দেবহাটা প্রতিনিধি:
দেবহাটায় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের অধীনে ৫৫টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু করেছে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)। বুধবার সকাল ১০টায় উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের নাংলা গ্রামে এ উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। একইসাথে শুরু করা হয় উপজেলার ৫৫টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম।
ফতেমা রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাধান শিক্ষক এনামুল হক বিশ্বাসের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী।
বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মাহমুদ গাজী, লাইলা খাতুন লিলি, সাস এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বি.এম হাবিবুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম, সাস এর আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, সম্মৃদ্ধি কর্মসূচীর আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, ডাঃ মনোজ হালদার ও মোমিনুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান অতিথি আলমগীর হোসেন সাহেব আলী বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম গুরুত্বপুর্ন পদক্ষেপ এটি। তিনি বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম সোপান হলো শিক্ষা। আর এই শিক্ষা থেকে কোন শিশু যেন বাদ না যায় সে কারণে ঝরে পড়া ও কখনো বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিশুদের নিয়ে সরকারের এই পদক্ষেপ একটি যুগান্তকারী সূচনা। তিনি প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কে ধন্যবাদ জানানোর পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ এ প্রকল্পের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য মাহমুদ গাজী, লাইলা খাতুন লিলি, সাস এর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বি.এম হাবিবুর রহমান, জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুল ইসলাম, সাস এর আঞ্চলিক ব্যবস্থাপক মিজানুর রহমান, সম্মৃদ্ধি কর্মসূচীর আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, ডাঃ মনোজ হালদার ও মোমিনুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে বক্তৃতাকালে প্রধান অতিথি আলমগীর হোসেন সাহেব আলী বলেন, বর্তমান সরকারের রূপকল্প ২০২১ ও জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম গুরুত্বপুর্ন পদক্ষেপ এটি। তিনি বলেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার অন্যতম সোপান হলো শিক্ষা। আর এই শিক্ষা থেকে কোন শিশু যেন বাদ না যায় সে কারণে ঝরে পড়া ও কখনো বিদ্যালয়ে ভর্তি না হওয়া শিশুদের নিয়ে সরকারের এই পদক্ষেপ একটি যুগান্তকারী সূচনা। তিনি প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) কে ধন্যবাদ জানানোর পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ এ প্রকল্পের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।