সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা অনুষ্ঠিত
এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় ‘এলএনজি ও জীবাশ্ম গ্যাস রুপান্তরকালীন জ্বালানি নয়’ এই প্রতিপাদ্যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশ গুলোকে নায্য ক্ষতিপূরণ বাস্তবায়নের দাবীতে “জলবায়ু পদযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি এটির আয়োজন করে।
সোমবার (০৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরের শহীদ স ম আলাউদ্দীন চত্বর থেকে জলবায়ু পদযাত্রাটি শুরু হয়ে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।
জলবায়ু পদযাত্রা পরবর্তী পথসভায় জেলা নাগরিক কমিটির আহবায়ক অধ্যক্ষ আনিসুর রহিম সভাপতিত্ব করেন।
সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির যুগ্ম-আহবায়ক আলিনুর খান বাবুলের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব এ্যাড. আবুল কালাম আজাদ, শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল হামিদ, স্বদেশের নির্বাহী পরিচালক মাদব চন্দ্র দত্ত, বাংলাদেশ জাদসের ইদ্রিস আলী, উদীচীর জেলা সভাপতি সিদ্দিকুর রহমান প্রমূখ।
জলবায়ু পদযাত্রায় বক্তারা বলেন, কফ-২৬ সম্মেলনে উন্নত দেশ গুলো কার্বন নিঃসরন কমানে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতি মোকাবেলায় উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বার্ষিক ১০০ মিলিয়ন ডলারের ফান্ড নিশ্চিত করতে হবে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা এবং বন্যাসহ নানাবিধ কারণে যেসব মানুষ বাস্তুচ্যুত হচ্ছে তাদের দ্বায়িত্ব নিতে হবে।
Please follow and like us: