ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা
নিউজ ডেস্ক:
কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমেই কমছিল। আপাতত এ ধারায় ছেদ পড়ছে। আগামী দু’দিন পর রাতের তাপমাত্রা বাড়তে পারে।
রোববার আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। আর এ দু’দিন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রোববার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আধা ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়া-কমাকে আবহাওয়াবিদরা অপরিবর্তিত হিসেবেই গণ্য করেন।
এর আগে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়ও কমেছে। শনিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৬ ডিগ্রি থাকলেও, রোববার তা কমে হয়েছে ২০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলেও জানান তিনি।