আশাশুনির বড়দলে সড়ক দূর্ঘটনায় মৎস্য ব্যবসায়ী নিহত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি টু বড়দল সড়কে সড়ক দুর্ঘটনায় এক মৎস্য ব্যবসায়ী নিহত ও মোটর সাইকেল চালক আহত হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা ১১ টার দিকে সড়কের ফকরাবাদ ঈদগাহ ময়দানের কাছে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার খাজরা গ্রামের মৃত মকবুল গাজীর ছেলে মৎস্য ব্যবসায়ী খলিল গাজী (৬৫) বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী পিরোজপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে মোবারক সরদারের ভাড়ায় চালিত মোটরসাইকেলে মহেশ^রকাটি মৎস্য সেটে মাছ বিক্রয় করতে যান। মাছ বিক্রয় শেষে একই মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে ফকরাবাদ ঈদগাহ সংলগ্ন এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা এশটি জীপ গাড়ি ক্রস করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এসময় মোটরসাইকেল যাত্রী খলিল ছিটকে পড়ে রাস্তার পাশে ওয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। মোটরসাইকেল চালক মোবারক সরদার গুরুতর আহত হন।