সুন্দরবনে নিষিদ্ধ জাল বন বিভাগের নিকট জমা
ডেস্ক রিপোটঃ
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম বন বিভাগের কদমতলা স্টেশনের মুন্সিগঞ্জ বন টহল ফাঁড়ীতে আজ সন্ধ্যা ৬ টার সময়ে মুন্সিগঞ্জ এলাকার ১৫ জন জেলে নিষিদ্ধ জাল বন বিভাগের নিকট জমা দিয়েছে। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন কদমতলা স্টেশন কর্মকর্তা কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক(দোলন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাঈদ উদ জামান (সাঈদ) সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সহ সভাপতি লস্কর সাইফুদ্দীন, মুন্সিগঞ্জ বনটহলফাড়ীর ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, সাবেক ইউ পি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল মহিলা ইউ পি সদস্য জামেনা বিবি, আ’লীগ নেতা মাহতাবউদ্দিন সরদার প্রমুখ।
আত্মসমর্পণ কারী জেলেরা অঙ্গীকার করেন, কখন বন বিভাগের নিষিদ্ধ জাল দিয়ে মাছ অহরনের কাজ করবে না।
পুনারায় বন বিভাগের অনুমতি পত্র নিয়ে সুন্দরবনে মাছ ধরার সুযোগ চায়।