শ্যামনগরে ১ মাসের শিশুর রহস্যজনক মৃত্যুঃ ২ মাস পর কবর থেকে লাশ উত্তোলন
Post Views:
৮৭৫
আশিকুজ্জামান লিমনঃ
গত ১২ জুলাই ২০২১ তারিখ দুপুরে মুন্সীগঞ্জ ইউনিয়নে পার্শ্বেখালী গ্রামের বেলাল হোসেন দীর্ঘদিন ধরে আমিনুরের বাড়িতে ঘর জামাই হিসাবে বসবাস করে আসছে ৷ বেলাল শ্রমিক হিসাবে ঢাকাতে কর্মরত অবস্থায় রয়েছে ৷ বেলালের স্ত্রী আফরোজ খাওয়া দাওয়া শেষে ১ মাসে শিশু সন্তানকে নিয়ে ঘুমাতে যায় ৷ অন্যদিকে বড় ছেলেকে নিয়ে নানি আছিয়া পাশের বাড়িতে ঘুরতে যায় ৷ পাড়ার মহিলাদের আবদার নাতনি দেখতে যাবে ৷ আনমানিক ৪ টার দিকে আবদার পুরনে বাড়িতে এসে দেখে মেয়ের পাশে শিশু সন্তান নেই ৷ বাড়ির সামনে পুকুরে ভাসতে দেখা যায় ৷
পরে স্থানীয়দের পরামর্শে তড়িঘড়ি লাশ দাফন করেন ৷ বিষয়টি নিয়ে এলাকায় নানা গুনঞ্জনের সৃষ্টি হয়, কিভাবে ১ মাসে শিশু পুকুরে গেলো?
২ দিন পর মৃত্যু শিশুর নানা আমিনুর নিজ বাদী হয়ে ১৪ জুলাই ২০২১ তারিখে শ্যামনগর থানায় একটি মামলা করে যার মামলা নং-১৭ ৷ এবং সন্দেহ ভাবে স্থানীয় মৃত্যু জব্বার গাজীর পু্ত্র আজাদ আলী নামের একজন প্রতিবেশিকে গ্রেফতার করে র্যাব-৬ ৷ পরে সাতক্ষীরা বিজ্ঞ আদালতের নির্দেশে ১৬ সেপ্টেম্বর ২০২১ তারিখ সকালে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ শহিদুল্লাহ সহ শ্যামনগর থানার সেকেন্ড অফিসার এসআই খবিরউদ্দীন, এসআই দিপ্তেষ, এএসআই মাজহারুল ইসলাম ও এএসআই ফারুক পার্শেখালী মৃত্যুের বাড়ি থেকে লাশ উত্তলন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠিয়ে দেন ৷
সঠিক ঘটনার রহস্য উন্মোচন করতে এলাকাবাসী জোর দাবি জানান ৷