কালিগঞ্জে শতাধিক বছরের দখলীয় জমি সন্ত্রাসী দিয়ে জবরদখলের চেষ্টার অভিযোগ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরাঃ

আপোষ সূত্রে শতাধিক বছরের দখলীয় জমি
ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ফরিদপুর
গ্রামের জামায়াত কর্মী ইয়াছিন আলী সরদারের বিরুদ্ধে।
বৃহষ্পতিবার দুপুর ১২টার দিকে বেড়ার সঙ্গে নেট টানিয়ে ও
পলিথিনের ছাউনি দিয়ে খুপড়ী ঘর বেঁধে এ দখলের চেষ্টা করা হয়।
সরেজমিনে শুক্রবার দুপুরে ফরিরদপুরে গ্রামে গেলে আনছার মোড়ল,
জলিল মোড়ল, মুনসুর সরদার ও রাশিদা বেগমসহ কয়েকজন জানান,
পঞ্জু সরদার ও বাকের সরদারের সাতটি দাগে ১৯৮ শতক জমি তাদের
ওয়ারেশরা শতাধিক বছর আগে থেকে আপোষ সূত্রে দখল করে
আসছে। বর্তমানে পঞ্জু সরদারের ওয়ারেশ মাহাবুব সরদার ৯৮ শতক
জমির অংশীদার হলেও ৩৪১, ৩৫৮ দাগে নয় শতক ও তিনটি দাগে ৯০
শতক জমি দখল করে আসছে। ৩৪১ ও ৩৫৮ দাগে বৃহষ্পতিবার দুপুরে
মাহাবুবের গোয়াল ঘর ভেঙে ফেলে সেখানে বাঁশের বেড়ার সঙ্গে
নেট দিয়ে ও খুপড়ি খর বানিয়ে পলিথিন দিয়ে চাল বানানো
হয়েছে। অপরদিকে বাকের সরদারের ওয়ারেশ ইয়াছিন সরদার ৩১৭, ৩৫১,
৩৫৮ ও ৩৪১ দাগে ১০৮ শতক জমি দখল করে আসছে। বর্তমান মাপ
জরিপে ৩৫৮ দাগের ৮ শতক ও ৩৪১ দাগের ১০ শতক ইয়াছিনদের পক্ষে
রেকর্ড হয়েছে। ফলে ওই দুই দাগের ১৮ শতক জমি রেকর্ড মূলে
স¤প্রতি জবরদখলের চেষ্টা করে আসছিলেন ইয়াছিন। গত
কোরবানির ঈদের পরপরই ইয়াছিন ওই জমি দখলের জন্য কালীগঞ্জ
থানায় অভিযোগ করলেও দীর্ঘদিনের দখলে থাকা মাহাবুববের জমি
নিয়ে উপপপরিদর্শক মোকাদ্দেছ আলী তিন বার শালিসে বসেও
কোন সিদ্ধান্ত নিতে পারেননি।
মাহাবুবর রহমান সরদার জানান, বৃহষ্পতিবার দুপুরে ইয়াছিন
আলী সরদারের নেতৃত্বে তার ছেলে জুবায়ের, মশরকাটির রুহুল
আমিন, আব্দুল হক, বন্দকাটির আব্দুর রহমান, নৌবাসপুরের
লিটনসহ ৩০/৩৫ জন সন্ত্রাসী হাতে দা, লোহার রড, কুড়াল, শাবল
ইত্যাদি নিয়ে তার গোয়ালঘর ভেঙে গুড়িয়ে দেয়। এরপর তার দখলীয়
পাঁচ শতক জমিতে বাঁশের চটার বেড়ার সঙ্গে নাইলনের নেট দিয়ে
ঘিরে ও বাঁশের খুঁটি ও পলিথিন দিয়ে খুপড়ি ঘর বানিয়ে জবরদখলের চেষ্টা করে। ভাঙচুরে বাধা দেওয়ায় তাকে, তার ভাই সবুর,
ভাবী রাশিদা ও কে মারপিট করা হয়। ছিনিয়ে নেওয়া হয় একটি
মোবাইল সেট। এমনকি এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পুলিশ
দিয়ে মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেয় ইয়াছিন। উপরন্তু
ইয়াছিন মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করার চেষ্টা
করছে।
এ ব্যাপারে ইয়াছিন আলী জানান, পৈতৃক জমি তাদের হলেও জোর
করে দখল করছিলো মাহাবুব ও তার ভাইয়েরা। তাই বৃহষ্পতিবার তারা
ওই জমি দখলে নিয়েছেন। দখলে বাধা দেওয়ায় তার বোন সুফিয়াকে
মারিপট করায় তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে ভর্তি করা
হয়েছে।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার উপপরিদর্শক অহেদুজ্জ্মাান জানান,
ইয়াছিন আলীর অভিযোগ পেয়ে তিনি শুক্রবার সকাল ১১টায়
ফরিদপুর গ্রামে গিয়েছিলেন। সেখানে তিনি ইয়াছিনের নতুন
ঘেরা বেড়া দেওয়া কিছু জায়গা দেখেন। ওই জায়গা ইতিপূর্বে
মাহাবুব ও তার ভাইদের দখলে ছিল বলে স্থানীয়রা জানান তাকে।
সংঘাত এড়াতে উভয়পক্ষকে শনিবার সকালে থানায় ডাকা হয়েছে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)