কলারোয়া প্রাণিসম্পদ দপ্তরে ব্লাকবেঙ্গল ছাগলের মেলায় পুরস্কার বিতরণ
কলারোয়া প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ব্লাকবেঙ্গল ছাগলের জাত উন্নয়ন ও সম্প্রাসারণ প্রকল্পের আওতায় ছাগল এর মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পাদ অফিসে ওই মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলায় উপস্থিত ছাগল পালনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এবিএম আব্দুর রউফ, উপজেলা প্রাণিসম্পদক অফিসার ডা. অমল কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ নাথ মন্ডল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম প্রমুখ। মেলায় ১৭টি ছাগল পালনকারী খামারীদের মধ্যে থেকে তহমিনা খাতুনকে শ্রেষ্ট পুরস্কার হিসাবে একটি টেলিভিশন দেয়া হয়। অনুষ্ঠানে কেষ্ট বিশ্বাসকে দ্বিতীয় পুরস্কার হিসাবে একটি টেলিভিশন দেয়া হয়। এছাড়া মেলায় উপস্থিত সকল ছাগল পালনকারী খামারীদের মধ্যে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।