৮৬ সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি
শহর প্রতিনিধি:
৮৬ সাতক্ষীরার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির আওতায় নেহা ব্রীজ থেকে রামের ডাঙ্গা পর্যন্ত খাল পাড়ে তালের চারা ও অন্যান্য গাছের চারা রোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার এ চারা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৬ সাতক্ষীরার সভাপতি আবু জাফর। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সচিব মাগফুর রহমান, কোষাধ্যক্ষ মো: ফজলুর রহমানসহ স্থাণীয় মেম্বর আব্দুল গফুর, আওয়ামীলীগ নেতা সুনীলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপনের বিকল্প নেই। বিশেষ করে বজ্রপাতের হাত থেকে রক্ষা পাওয়ার ক্ষেত্রে তাল গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবিষয়টিকে গুরুত্ব দিয়ে ৮৬ সাতক্ষীরা তালগাছ লাগানোকে অগ্রাধিকার দিয়েছে। তালগাছ রোপন কর্মসূচি সংগঠনের একটি চলমান কর্মসূচি।