কৈখালীতে কঠিন রোগে আক্রান্ত সেই হামিদার পাশে দাঁড়ালো শ্যামনগরে মানবতার সিঁড়ি
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগরের কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের জবেদ গাজীর স্ত্রী হামেদা বেগম পেটের কঠিন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা চলে আসছিলো ৷ দ্রুত অপারেশন করতে হবে কিন্তু সমার্থ নেই এমন সংবাদে হামিদার পাশে এসে দাঁড়ালো শ্যামনগরে মানবতার সিঁড়ি ৷ তাকে নগত ৬ হাজার ২শ টাকা প্রদান করে ৷
এই সময়ে উপস্থিত সংগঠনের দ্বায়িত্বরত মোঃ তাহিদুজ্জামান বলেন, বর্তমান সময়ের ও শ্যামনগর থানার অন্যতম সামাজিক সংগঠন মানবতার সিঁড়ি ৷ দেশের বাইরে থেকে প্রবাসীরা সাহায্যের জন্য অর্থ দিলে আমরা অসহায়, দুস্থ ও রোগাক্রান্তদের মাঝে এই অর্থ পৌছিয়ে দেই ৷ আমাদের এই সংগঠন উপজেলার সব থেকে আর্থিক দানের সংগঠন বলে মনে করছি ৷
Please follow and like us: